দিয়া পাবলিকেশন হল একটি সৃজনশীল ও মননশীল প্রকাশনা। এখানে মূলত গবেষণাধর্মী প্রবন্ধ গ্রন্থ প্রকাশ করা হয়। এছাড়া কাব্য-কবিতা, গল্প, উপন্যাস, নাটক প্রকাশিত হয়। ইতিমধ্যে মহাশ্বেতা দেবী, সেলিনা হোসেন, সমীর রক্ষিত, রামকুমার মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, আলোক সরকার, তরুণ সান্যাল প্রমুখ লেখকের সৃজনশীল বই প্রকাশিত হয়েছে। আমাদের প্রাবন্ধিকদের তালিকায় রয়েছেন রবীন্দ্রানাথ বন্দ্যোপাধ্যায়, সত্যবতী গিরি, উদয়চাঁদ দাশ, সনতকুমার নস্কর, বারিদবরণ ঘোষ, সৌমেন সেন প্রমুখ ।
Read Moreদিয়া পাবলিকেশন হল একটি সৃজনশীল ও মননশীল প্রকাশনা। এখানে মূলত গবেষণাধর্মী প্রবন্ধ গ্রন্থ প্রকাশ করা হয়। এছাড়া কাব্য-কবিতা, গল্প, উপন্যাস, নাটক প্রকাশিত হয়। ইতিমধ্যে মহাশ্বেতা দেবী, সেলিনা হোসেন, সমীর রক্ষিত, রামকুমার মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, আলোক সরকার, তরুণ সান্যাল প্রমুখ লেখকের সৃজনশীল বই প্রকাশিত হয়েছে। আমাদের প্রাবন্ধিকদের তালিকায় রয়েছেন রবীন্দ্রানাথ বন্দ্যোপাধ্যায়, সত্যবতী গিরি, উদয়চাঁদ দাশ, সনতকুমার নস্কর, বারিদবরণ ঘোষ, সৌমেন সেন প্রমুখ ।
BOOKS TO READ
ONLINE USERS
BEST AUTHORS
AWARDS
© All rights reserved by Diya Publication. Powered by DEM